গরম এলেই শিশুদের মাঝে একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়—ঘামাচি। এটি মূলত ছোট ছোট লালচে ফুসকুড়ি বা গুটির মতো, যা ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যাওয়ায় ঘাম ঠিকভাবে বের হতে না পারার ফলে ত্বকের ওপর দেখা দেয়।

নবজাতক ও শিশু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডা. মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন শিশুদের ঘামাচির কারণ, প্রতিকার ও যত্নের টিপস।

শরীরে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং অতিরিক্ত কাপড়ে মোড়ানোই ঘামাচি হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘অতিরিক্ত গরম লেগে ঘাম হলে এবং টাইট বা সিনথেটিক কাপড় পরালে শিশুদের ঘামাচি হয়ে থাকে।’

প্রতিকার ও প্রতিরোধে করণীয়

ঘামাচি সমস্যা থেকে মুক্তি পেতে ডা. শাহিনুল শিশুদের মা-বাবার প্রতি যেসব পরামর্শ দিয়েছেন-

১) হালকা ও সুতির কাপড় পরান — শিশুর ত্বকে যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগে।

২) ভেজা কোনো গামছা বা সুতি কাপড় দিয়ে শরীর মুছে দিবেন এবং দিনে ২ বার শিশুকে নিয়মিত গোসল করান।

৩) ত্বক শুষ্ক রাখুন — ঘাম হলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন।

৪) পাউডার ব্যবহার: ঘামাচির জন্য বিশেষ মেডিকেটেড পাউডার (যেমন: ক্যালামাইন) ব্যবহার করতে পারেন।

৫) এসি বা ফ্যানের হালকা বাতাসে রাখুন – তবে সরাসরি বাতাসে নয়।

৬) অতিরিক্ত কাপড় পরাবেন না — শিশুর শরীর যেন ঠাণ্ডা ও স্বস্তিদায়ক থাকে।

সতর্কতা:

ঘামাচি সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে যদি ফুসকুড়ি পেকে যায়, ইনফেকশন হয় বা শিশুর জ্বর আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: https://www.facebook.com/share/1CFzAdaMHG/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews