বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অহংকারের কারণেই হাসিনাকে রাজ প্রাসাদের খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে। অতএব আপনারা কেউ অহংকার করবেন না। ক্ষমতার দম্ভ দেখাবেন না। মনে রাখবেন ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মুহূর্তেই ফকিরকে বাদশা আর বাদশাকে ফকির বানাতে পারেন।
রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউ নিজবাসভবনে আলেম ওলামা ও পাঁচটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বিগত ফ্যাসিস্ট এমপির প্রতি ইঙ্গিত করে বলেন, উনি সিরাজগঞ্জের আলেম ওলামাসহ মানুষের প্রতি যে নির্যাতন করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। ৭১’এ সিরাজগঞ্জের মানুষ এতো নির্যাতিত হয়নি। নির্যাতনকারী যেন কখনো সিরাজগঞ্জে স্থান না পায় সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান ও শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল