ভূগোলগত নৈকট্য এবং অভিন্ন ইতিহাসের কারণে সিরিয়া সব সময়ই ফিলিস্তিন মুক্তির সংগ্রামের কেন্দ্রস্থলে ছিল। তবে একেক সময় এ বিষয়ে সিরিয়ার ভূমিকা ছিল একেক রকম। ১৯৭৩ সালের যুদ্ধ এবং মিসর একতরফাভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সিরিয়া সরাসরি সামরিকভাবে অংশগ্রহণ বন্ধ করে দেয়। তবে লেবাননের গৃহযুদ্ধের সময় সিরিয়া কিছু বিচ্ছিন্ন সংঘর্ষে জড়িয়েছিল।

১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন ভেস্তে গেল। এরপর থেকে সিরিয়ার পরোক্ষ প্রতিরোধ ভূমিকা আবার গুরুত্ব পায়। এর পরপরই ইসরায়েল দ্রুত ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) সঙ্গে অসলো চুক্তি এবং জর্ডানের সঙ্গে ওয়াদি আরাবা চুক্তি স্বাক্ষর করে। লেবাননের পর সিরিয়াই একমাত্র আরব রাষ্ট্র, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews