এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে জয় সহজে ধরা দেয়নি ইউনাইটেডকে।নতুন কোচ এনেও ভাগ্য পরিবর্তন হয়নি রেড ডেভিলসদের। ফলে লীগে শীর্ষ দশের মধ্যেই থাকায় এখন চ্যালেঞ্জ ইউনাইটেডের জন্য।তবে বিবর্ণতার মাঝেও রবিবার স্বস্তির জয় পেয়েছে দলটি।
প্রিমিয়ার লীগে লেস্টার সিটিকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাসমুস হয়লুন্দের ২৯ তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেওয়ার পর বিরতির আগেই ব্যবধান দিগুণ করেন গার্নাচো।শেষদিকে নিখুঁত এক ফিনিশে দলের জয় নিশ্চিত করেন ব্রনো ফের্নান্দেস।
এদিন বল দখল পিছিয়ে থাকলেও আক্রমণে ইউনাইটেড ছিল এগিয়ে।লেস্টারের ১১টি শটের বিপরীতে ইউনাইটেড শট নিয়েছে ১৮টি;যার মধ্যে ৫টি ছিল প্রতিপক্ষের গোলমুখে।
ইউনাইটেড থেকে অবশ্য লেস্টার সিটির মৌসুম কেটেছে আরও বেশি বিবর্ণ। এ নিয়ে ঘরের মাঠে টানা সাতটি ম্যাচ হেরেছে দলটি।
এ জয়ের পর ২৯ ম্যাচে মাত্র ১০ জয় ও ৭ ড্র থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ তম অবস্থানে রয়েছে ইউনাইটেড।সমান ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা লেস্টার আছে অবনমনের ঝুঁকিতে।