গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলে কমলা হ্যারিস সামনে আসেন। এরপর থেকে দ্রুত জনসমর্থন বেড়েছে ৫৯ বছর বয়সী কমলার। কিন্তু অনেক ভোটার আছেন, যাঁরা এখনো তাঁর সম্পর্কে খুব বেশি জানেন না। মঙ্গলবারের এই বিতর্ক তাই কমলা ও ট্রাম্পের জন্য ভোটারের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ সুযোগ। বিতর্কের আগমুহূর্তে সর্বশেষ জরিপেও দেখা যায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বিশ্লেষকেরা মনে করছেন, কমলা এখন তাঁর রানিং মেট টিম ওয়ালজকে নিয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় জোর প্রচার শুরু করবেন।
অন্যদিকে ট্রাম্প এখন অর্থনীতি ও অভিবাসনের মতো বিষয়গুলোয় নজর দেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে কমলাকে তিনি আগের মতোই বর্ণবিদ্বেষী বলে চিহ্নিত করার চেষ্টা করে যাবেন।