কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, সদরের মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।

এ ছাড়াও রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি বজলার রহমান বলেন, ‘নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলায় ৩১ জনকে  গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সহযোগী ও পরিকল্পনাকারী। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews