চট্টগ্রাম: মাহে রমজান উপলক্ষে বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর উদ্যোগে নগরের আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

রোববার (১৬ মার্চ) বিকেলে আতুরার ডিপো এলাকার তিন শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি।





এসময় ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড়যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকছেন। অপরদিকে আওয়ামী লীগ বিগত ১৫ বছর দুর্নীতি ও লুটপাট করে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামীলীগ রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে।

তিনি প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতা-কর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, বেলাল উদ্দিন মুন্না, ইসমাইল মির্জা, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহেম্মদ আজম খান, স্বেচ্ছাসেবক দলের নেতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. সাগর, মো. রিয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫

এসি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews