কাজের ব্যস্ততায় বাজারে যাওয়ার সময় পাচ্ছেন না, এদিকে ফ্রিজে মজুত মাছও প্রায় শেষের দিকে। এ সময় মুঠোফোনই হতে পারে ভরসার জায়গা। আজকাল অনলাইনে ফেসবুকভিত্তিক অনেক দোকান চালু হয়েছে, যেখানে নদী ও হাওরের তাজা মাছ পাওয়া যাচ্ছে। এসব দোকান মাছ সরবরাহ করছে ঢাকার বিভিন্ন স্থানে। চাঁদপুর বা পদ্মার আসল ইলিশ, হাওরের মাছ, বিলের ছোট পুঁটিঁ—সবই মিলবে এই বাজারে। অনলাইনে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরেকটি তথ্য পাওয়া গেল, চাষের নয়, সাধারণত প্রাকৃতিক জলাশয়ের মাছ নিয়েই কাজ করেন তাঁরা। শুধু তাজা মাছই যে মিলবে, তা নয়; মাছ কেটেকুটে টুকরা করে ঘরের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। জেনে নেওয়া যাক এমন কিছু অনলাইন দোকানের ঠিকানা।