গাজীপুর: গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এক ঝুট ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

রোববার (২০ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি জয়নাল আবেদীন মণ্ডলের ঘুষ চাওয়ার কথোপকথনের অডিও ফাঁস হয়।



গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, ওসির ঘুষ চাওয়ার ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে।







এর সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের নাম বলা যাচ্ছে না।

ব্যবসায়ী সেলিম সিকদার সাংবাদিকদের জানান, ওসি তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছেন। আর অডিওটি তার আর ওসির কথোপকথনের। ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকার বাসিন্দা।

সেলিম সিকদার বলেন, অডিও রেকর্ডটি ফাঁস হওয়ার পর ওসি জয়নাল আবেদীন তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। ওসি তাকে ফেসবুক লাইভে গিয়ে বলতে বলছেন রেকর্ডটি ভুয়া। তাহলে কারো কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, হাওলা এলাকায় ফর্মূলা ওয়ান স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তার নানা ১০ থেকে ১৫ বছর আগে জমি কিনে দেন এবং ওই কারখানা স্থাপনে সহযোগিতা করে। সেই সুবাদে কারখানা প্রতিষ্ঠার পর থেকে তিনি ঝুট ব্যবসা করছেন। গত ৫ আগস্টের পর ওসি জয়নাল আবেদীন ফোন কল দিয়ে তাকে থানায় ডেকে নেন। পরে তাকে বলেন, ব্যবসা করতে চাইলে তাকে (ওসিকে) মাসে দুই লাখ টাকা করে দিতে হবে। প্রথমে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপর এক লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। কিন্তু ওসি পরে পাঁচ লাখ টাকা দাবি করেন। এত টাকা দিতে অস্বীকার করলে এক নেতার মাধ্যমে ডেকে নিয়ে তাকে (সেলিম সিকদার) গ্রেপ্তার করেন। পরে ১০ লাখ টাকা ঘুষ চান, না দিলে তার নামে হত্যা মামলা দেওয়ার হুমকিও দেন। একপর্যায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার এড়ানোর শর্তে ওসিকে তিনি আড়াই লাখ টাকা দেন। কিন্তু টাকা নিয়েও তাকে রাজনৈতিক হত্যা মামলায় চালান দেওয়া হয়।  

৬ মিনিট ৫১ সেকেন্ডের অডিও রেকর্ডের একপর্যায়ে শোনা যায়, ওসি জয়নাল আবেদীন মণ্ডল ঝুট ব্যবসায়ী সেলিমকে বলছেন, তুমি তো আমাকে গেঞ্জি দিলা না ফুল হাতা। তোমার নানাকে বইল আমাকে লাখ পাঁচেক টাকা দিতে।

 শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এটা সুপার এডিট করা। অসৎ উদ্দেশ্যে কেউ এমন কাজ করেছে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫

আরএস/আরআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews