আপনার অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্ট তৈরির পর স্বয়ংক্রিয়ভাবে সব জায়গায় নাম সেভ হয়ে যায়। জিমেইল, ইউটিউব, ড্রাইভ, ম্যাপস, ফটোজ—ফোনের সব সেবা ব্যবহারের সময় অ্যাকাউন্টের নামই থাকে। কখনও কখনও এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে।

তখনই পড়তে হয় বিড়ম্বনায়। যদিও কাজটি এতটা সহজে হয় না। সেই কারণে অনেকেই নতুন অ্যাকাউন্ট খোলার পথ বেছে নেয়। তবে নির্দিষ্ট কিছু ধাপ জানা থাকলে দরকার হবে না নতুন অ্যাকাউন্টের।

অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম যেভাবে বদলাবেন—

  • প্রথমে গুগলে ট্যাপ করুন।
  • পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যান। 
  • ওপরের দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন।
  • এবার বেসিক ইনফোর অধীনে ‘নেম’ অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন। 
  • এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে।
  • শেষে ডান অপশনে ক্লিক করুন।

ব্যাস হয়ে গেল অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদল। সূত্র: গেজেটস নাউ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews