আপনার অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্ট তৈরির পর স্বয়ংক্রিয়ভাবে সব জায়গায় নাম সেভ হয়ে যায়। জিমেইল, ইউটিউব, ড্রাইভ, ম্যাপস, ফটোজ—ফোনের সব সেবা ব্যবহারের সময় অ্যাকাউন্টের নামই থাকে। কখনও কখনও এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে।
তখনই পড়তে হয় বিড়ম্বনায়। যদিও কাজটি এতটা সহজে হয় না। সেই কারণে অনেকেই নতুন অ্যাকাউন্ট খোলার পথ বেছে নেয়। তবে নির্দিষ্ট কিছু ধাপ জানা থাকলে দরকার হবে না নতুন অ্যাকাউন্টের।
অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম যেভাবে বদলাবেন—
ব্যাস হয়ে গেল অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদল। সূত্র: গেজেটস নাউ।