মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে শিকার করায় ৫ মন জাটকা ও এক মণ চিংড়ি মাছ আটক করে এতিমখানায় বিতরণ করেছে মৎস্য বিভাগ। সোমবার সকালে পুলিশের সহায়তায় এ অভিযান করা হয় বলে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন।
তিনি জানান, জাটকা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে দুই মাস শিকার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করে বিভিন্ন মাছ ঘাটে বিক্রি করতে নিয়ে আসে। ভোরে মাছঘাটে অভিযান করে ৫ মন জাটকা ও এক মণ চিংড়িসহ অন্যান্য মাছ উদ্ধার করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম