মাজার-দরগাহ খানকার নিরাপত্তা চেয়ে রিট 

দেশের সব মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিভিন্ন স্থানে মাজারে হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। 

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম অভি। তিনি বলেন, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্থাপনার সুরক্ষা ও নিরাপত্তায় বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়কে বিবাদী করা হয়েছে।

দেশের বিভিন্ন মাজার ও দরগায় হামলা-ভাঙচুরের ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে সিলেটের শাহপরাণের (রহ.) মাজারে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews