পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়।



আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।







আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত উদঘাটনে আমাদের তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২:৫৬ এএম, এপ্রিল ২৮, ২০২৫ / এএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews