জনপ্রিয় শিশুশিল্পী ও সামাজিক মাধ্যমে সক্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা নিজের বিরুদ্ধে চলমান সমালোচনার জবাবে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি লুবাবা, আমার মতো করেই চলব।

লুবাবা তাঁর পোস্টে লেখেন, রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বার বার খোচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেনো? ইসলামিক পথচলায় এত বাধা কেনো?

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আপনি টিকটক করলে আমি বলতে পারবো না? আর আমি একবারও বলি নাই টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচাগানা কখনোই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি। তাই আমি ফুড/ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে লুবাবা সাফ জানিয়ে দেন, আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেনো, আমি লুবাবা, আমার মতো করেই চলবো। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

পোস্টের শেষে তিনি লেখেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগিরই আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

এসএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews