উদ্ভাবনী আইওটি ইকোসিস্টেম ‘আলো নিয়ে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনের আওতায় এর প্রথম টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) উন্মোচন এবং আকর্ষণীয় অফার এনেছে অপারেটরটি। ক্যাম্পেইনটিতে দেখানো হয়েছে, আলো’র স্মার্ট সল্যুশনের মাধ্যমে কীভাবে এর ব্যবহারকারী তার প্রিয়জনদের যত্ন নিতে পারেন; পাশাপাশি দৈনন্দিন জীবন হয়ে ওঠে আরো নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময়।

আবেগঘন এই টিভিসিতে একজন তরুণের তার বাবার সাথে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার গল্প বলা হয়েছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, ছেলেটি আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দূর থেকে তার বাবার দেখাশোনা করে চলেছে। টিভিসিতে দেখানো হয়েছে প্রযুক্তি কীভাবে মানসিক ও শারীরিক দূরত্ব কমিয়ে এনেছে। এই স্মার্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে গ্রামীণফোন। আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরা কিনলে গ্রাহকরা পাবেন ১ হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপের মাধ্যমে কিনলে অতিরিক্ত ৫ জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহকরা।

অন্যদিকে জিপি স্টার গ্রাহকরা মাইজিপির মাধ্যমে কিনলে পাবেন আরো বাড়তি সুবিধা- পাবেন ১ হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস এবং ১০% ছাড়। গ্রামীণফোনের দারাজ স্টোর থেকে কিনলেও ১ হাজার টাকার ভাউচার পাবেন গ্রাহকরা। গ্যাস ডিটেক্টর ও ভেহিকেল ট্র্যাকার কেনার ক্ষেত্রেও গ্রাহকরা ৫০০ টাকার ভাউচার উপভোগ করতে পারবেন। টেলকো-টেকে পরিণত হতে গ্রামীণফোনের লক্ষ্যের সাথে এই অফারগুলো সামঞ্জস্যপূর্ণ। অপারেটরটির লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সাথে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো যাতে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা আরো সমৃদ্ধ ও নিরাপদ হয় এবং বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয়।

ক্যাম্পেইনে সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, 'গ্রাহকদের জন্য অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আরো কার্যকর ও গ্রাহককেন্দ্রিক সল্যুশন আনতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। আমাদের আইওটি প্রোডাক্ট আলো’র মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনকে আরো সমৃদ্ধ করতে চাই, যাতে তারা টেলিযোগাযোগের বাইরেও আরও কিছু পেতে পারেন। আমাদের টেলকো-টেক হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে নেবে এই পদক্ষেপ।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews