নামাজের শেষে দুই পাশে সালাম ফিরিয়ে আমরা আসলে কাকে সালাম দিই? এ নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ইবাদত শেখার মূলসূত্র হলো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শিক্ষা। তিনি যেভাবে শিখিয়েছেন, সেটাই চূড়ান্ত। সালাতের শুরুতে তাকবীর বলে নামাজ শুরু করতে হয় এবং শেষে সালাম দিয়ে তা শেষ করতে হয়। তবে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সরাসরি উল্লেখ করেননি যে, সালাম কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, সালাম সাধারণত আশপাশে থাকা মুসলমান ও ফেরেশতাদের উদ্দেশ্যে দেওয়া হয়। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করি, তাঁর কাছে প্রার্থনা করি এবং মনের কথা ব্যক্ত করি। নামাজ শেষে আশপাশে যারা আছেন – তারা হোক মানুষ অথবা ফেরেশতা – তাদের প্রতি সালাম জানিয়ে সালাত শেষ করা হয়।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যেভাবে ইবাদত শিখিয়েছেন, সেটাই অনুসরণ করা উচিত। তাই সালাতের শেষে সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

সূত্রঃ https://youtu.be/dj_N98QcEPc?si=5Nlz2bSwDHtg5Rz2



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews