বরগুনার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগর সংলগ্ন বিহঙ্গ দ্বীপে (স্থানীয়ভাবে পরিচিত ‘ধানসির চর’) আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও সময় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।



বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে বিহঙ্গ দ্বীপে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।







ফায়ার স্টেশনের ইউনিট কমান্ডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার মোহাম্মদ কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কখন এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

বিহঙ্গ দ্বীপ বলেশ্বর নদীর মাঝখানে জেগে ওঠা একটি চর। এক সময় এখানে প্রচুর ‘ধানসি’ গাছ জন্মাতো, যার কারণে স্থানীয়দের কাছে এটি ‘ধানসির চর’ নামে পরিচিত ছিল। পরিবেশগত গুরুত্ব বিবেচনায় সরকারিভাবে এ চরের নামকরণ করা হয় ‘বিহঙ্গ দ্বীপ’। দ্বীপটি সুন্দরবনের একেবারে সন্নিকটে অবস্থিত হওয়ায় এ অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর এর রয়েছে গভীর প্রভাব।

দ্বীপটিতে মূলত মৌসুমি জেলে ও কিছু পরিবেশবাদী পর্যবেক্ষক দলের আনাগোনা থাকে। অগ্নিকাণ্ডের সময় কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, কোনো জেলে দলের রান্নার চুলা কিংবা অসাবধানতা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি।

স্থানীয় পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলে এ ধরনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫

এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews