ঢাকা: দেশের রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।



সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা আগামী ১২ ঘণ্টায় উত্তর ও পরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত।







বুধবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সুলতানা এসব তথ্য জানান।

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস:

বৃহস্পতিবার (১০ এপ্রিল): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

শুক্রবার (১১ এপ্রিল): ওপরের প্রায় একই এলাকাগুলোয় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমতে পারে, রাতের তাপমাত্রা স্থির থাকবে।

শনি ও রোববার (১২-১৩ এপ্রিল): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা অপরিবর্তিত থাকবে।

১৪ এপ্রিল ও বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২০:১৮, ৯ এপ্রিল ২০২৫

ইইউডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews