সহকর্মী এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ভারতীয় বিমানবাহিনীর একজন নারী ফ্লাইং অফিসার। এ নিয়ে জম্মু ও কাশ্মীরের বুদগাম থানায় একটি মামলা করেছেন তিনি। ওই নারী কর্মকর্তা যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ভারতীয় বিমানবাহিনীর একজন উইং কমান্ডার। ঘটনাটি এক বছর আগের। ওই নারী ও অভিযুক্ত কর্মকর্তা শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত।
বিমানবাহিনীর ওই নারী কর্মকর্তা অভিযোগ করেন, এক বছর ধরে তিনি যৌন হয়রানি, নিপীড়ন ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি।
থানায় লিখিত অভিযোগে নারী কর্মকর্তা বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অফিসার্স মেসে এক পার্টিতে তাঁর ঊর্ধ্বতন ওই কর্মকর্তা জানতে চান, তিনি কোনো উপহার পেয়েছেন কি না। উপহার পাননি জানালে ওই কর্মকর্তা তাঁকে বলেন, উপহার তাঁর কক্ষে আছে। এরপর ওই কক্ষে নিয়ে যান। তিনি সেখানে যাওয়ার পর পরিবারের অন্য লোকজন কোথায় জানতে চাইলে কর্মকর্তা জানান, তাঁরা বাড়িতে নেই।