এত কাছে থেকেও শিরোপা জয় নিয়ে কথা বলতে চান না বায়ার্ন কোচ

আসছে ম্যাচে জয় এবং অন্য একটি হিসাব পক্ষে এলেই, আগামী ২৪ ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্ন মিউনিখের। তবে এখনই তা নিয়ে দলের কেউ ভাবছে না বলে দাবি করলেন দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি।

বুন্ডেসলিগায় ৩০ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছে বায়ার্ন। শনিবার একই সময়ে মাঠে নামবে দুটি দলই। গতবারের চ্যাম্পিয়নরা আউক্সবুর্কের মাঠে যদি পয়েন্ট হারায়, তাহলে ঘরের মাঠে মাইন্সের বিপক্ষে জিতলেই মুকুট পুনরুদ্ধার করবে বায়ার্ন।

টানা ১১ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর, গত আসরে এই লেভারকুজেনের কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল বায়ার্নের। এক মৌসুম বাদেই ঘরোয়া লিগে আধিপত্য ফিরে পেতে যাচ্ছে দলটি।

বায়ার্ন শিবিরে তাই আগেভাগে শিরোপার হাতছানিতে বাড়তি উচ্ছ্বাস পেয়ে বসা অস্বাভাবিক কিছু নয়। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে আসছে ম্যাচেই ‘সম্ভাব্য শিরোপা উদযাপন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা’ প্রশ্নের উত্তর উড়িয়ে দিলেন কোম্পানি।

“আমি শুধু মাইন্স ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন কেবল এই ম্যাচই গুরুত্বপূর্ণ, এই ৯০ মিনিট। ওইসব দৃশ্য (শিরোপা জয়ের) আমার মাথায় এখনও আসেনি।”

এবারের লিগে এই মাইন্সের বিপক্ষেই প্রথম হারের স্বাদ পেয়েছিল বায়ার্ন, গত ডিসেম্বরে ২-১ গোলে। আসছে লড়াইয়ের আগে সেই অভিজ্ঞতা স্মরণ করে দলকে যেন সতর্ক করলেন কোচ।

“আমরা মাইন্সের বিপক্ষে হেরেছিলাম। আমার দলকে আমি যেভাবে জানি, (সেই ক্ষতে প্রলেপ দিতে) আগামীকালকের জন্য দল দারুণ অনুপ্রাণিত। আমরা মাইন্সের মান সম্পর্কে জানি, তবে আমাদের প্রেরণা অনেক উঁচুতে, তাই আমরা কেবল আমাদের শক্তিতেই নজর দিচ্ছি।”

লিগে ৩৪তম শিরোপা জয়ের অভিযানে ২২ জয় ও ৬ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন।

৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মাইন্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews