ঢাকা: বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার মানবাধিকার লঙ্ঘন করছে বলে উল্লেখ করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে দুজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে দলটি।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বার বার মানবাধিকার লঙ্ঘন করছে। সম্প্রতি দুজন বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন আরও অনেকে।

বিবৃতিতে আরও বলা হয়, পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না। কিন্তু ভারত সেটা দীর্ঘদিন করে আসছে। এটি মানবাধিকার লঙ্ঘন। এ নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ফেলানীসহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত করেছে সবকটির সুষ্ঠু বিচার করতে হবে। আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না। বর্তমান সরকারকে ভারতীয় সব আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
আরকেআর/আরআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews