রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য শেষ ২ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ৩৯ রান। উইকেটে তখন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। নির্ভরযোগ্য এই দুই তারকা মাঠে থাকায় সমর্থকদের মধ্যে জয়ের আশা ছিল প্রবল। তবে শেষ পর্যন্ত চমক দেখাতে পারেননি ধোনি ও জাদেজা।

১৯তম ওভারে ১৯ রান নিয়ে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত হারতে হয় চেন্নাইকে।

শেষ ওভারে দরকার ছিল ২০ রান। প্রথম ডেলিভারিতে ওয়াইড দেন রাজস্থানের পেসার সন্দীপ শর্মা। এরপর তার প্রথম বৈধ ডেলিভারিতে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। ফলে চেন্নাইয়ের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। নতুন ব্যাটার ওভারটন একটি ছক্কা হাঁকালেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৬ রানে পরাজিত হয় রুতুরাজ গায়কোয়াড়ের দল।

এটি চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ হারের পর চলতি মৌসুমের প্রথম জয় পেল রাজস্থান রয়্যালস।

স্কোরকার্ড

গুয়াহাটিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করতে পারে চেন্নাই সুপার কিংস।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৮১ রান করেন নিতিশ রানা। ১০টি চার ও ৫টি ছক্কার দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া, ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক রিয়ান পরাগ।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬৩ রান করেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ২২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। রাহুল ত্রিপাঠির ১৯ বলে ২৩ রান এবং মহেন্দ্র সিং ধোনির ১১ বলে ১৬ রান চেন্নাইয়ের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

বল হাতে চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন নুর আহমেদ, খলিল আহমেদ ও মাথিশা পাথিরানা। অন্যদিকে, রাজস্থানের হয়ে ৩৪ রানে ৪ উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews