সেই প্রশিক্ষণের দিনগুলো কেমন ছিল, তা নিয়ে ২০২০ সালে নেটফ্লিক্সের তথ্যচিত্র ব্ল্যাকপিংক: লাইটআপ দ্য স্কাই-এ কথা বলেছেন ব্ল্যাকপিংকের সদস্যরা। শুরুতে একে অপরের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, তবে দূরত্ব বাড়তে থাকে। ক্রমেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কেউ কেউ পরিবারের কথা ভেবে কান্নায়ও ভেঙে পড়েন।
বিরুদ্ধ সময়ে কীভাবে মনোবল ধরে রেখেছিলেন লিসা? সেই সময়ের স্মৃতিচারণা করে লিসা বলেন, ‘আমাকে লড়াই চালিয়ে যেতে হয়েছিল। আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা চালিয়ে গেছি। কতটা সময় লাগবে, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। আমি নিজেকে বলেছিলাম, “চালিয়ে যাও। ”’
অল্প সময়ের ব্যবধানে কোরীয় ভাষা রপ্ত করে ফেলেন লিসা। লিসার সাবলীল উচ্চারণে বাকিরা রীতিমতো অবাক হয়েছেন। ভাষার সঙ্গে গায়কি, নৃত্যেও নিজেকে শাণিত করেছেন তিনি। তাঁর দৃঢ় মনোবল অন্যদের সাহস জুগিয়েছে। ব্ল্যাকপিংকের আরেক সদস্য জেনি বলেন, ‘পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যাদের জন্মই হয়েছে এটা (কে-পপ) করার জন্য।’