রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। আবার জনপ্রিয় মডেল নির্মাণও বন্ধ করেছে সংস্থা। এবার নতুন বাইক বাজারে এনেছে, যার নাম স্ক্র্যাম ৪৪০।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এর ডিজাইন অনেকটাই স্ক্র্যাম ৪১১-এর মত। এতে একটি গোলাকার হেডলাইট রয়েছে, বড় আকারের জ্বালানি ট্যাঙ্ক এবং স্লিম টেল সেকশন রয়েছে যা বাইকটিকে একটি উৎকৃষ্ট লুক দিয়েছে।

স্ক্র্যাম ৪৪০ বাইকে সংস্থা একটি নতুন ৪৪৩ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন এনেছে। বাইকের ইঞ্জিনে ২৫.৪ বিএইচপি শক্তি এবং ৩৪ এনএম টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে মিলিয় করা হয়েছে, আর এর মাধ্যমেই গিয়ারবক্সের মাধ্যমে স্ক্র্যাম ৪৪০ বাইকটি দুর্দান্ত ট্যুরিং বাইক হয়ে উঠেছে। দীর্ঘ দূরত্বের যাত্রাপথের জন্য এই বাইকটি অত্যন্ত উপযুক্ত।

দুর্দান্ত বৈশিষ্ট্য, শক্তি সহ এই স্ক্র্যাম ৪৪০ বাইকটি আপনি পেয়ে যাবেন। বাজারে রয়্যাল এনফিল্ড বাইকের দুটি ভ্যারিয়ান্ট এসেছে, যার মধ্যে ট্রেল ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ৮ হাজার রুপি। এছাড়াও ফোর্স ভ্যারিয়ান্টের দাম ২ লাখ ১৫ হাজার রুপি। এটি ৫টি রঙে পাওয়া যাবে-ফোর্স ব্লু, ফোর্স গ্রে, ফোর্স টিল, ট্রায়াল ব্লু, ট্রায়াল গ্রিন।

সূত্র: জিগ হুইলস

কেএসকে/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews