কবি, সমাজবিজ্ঞানী ও জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘শ্রমিক ও মালিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। টেকসই উন্নয়নের জন্য শ্রমিকশ্রেণির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় মানবাধিকার সোসাইটি শ্রমিকদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার আছে।’

মহান মে দিবস উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর ক্র্যাব মিলনায়তনে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত ‘শ্রমিক অধিকার: সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। সভার উদ্বোধন করেন দৈনিক সচেতন বাংলাদেশের সম্পাদক মো. ইব্রাহীম খলিল। এতে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের নেতা মোহাম্মদ আবদুল অদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান মিল্কি, চিত্রপরিচালক শেখ সাইদুর রহমান সাইদ, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি এবং মানবাধিকারকর্মী মঞ্জু ইশা প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews