পারটেক্সের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এবার কম পারিশ্রমিকে দলে নেওয়া হয়েছে। সেগুলোও এখনো পরিশোধ করা হয়নি। একরকম বাধ্য হয়ে তাঁরা এখন আনুষ্ঠানিক চিঠি দিচ্ছেন। সমস্যার সমাধান না হলে ম্যাচ বর্জনের হুমকিও দিয়ে রেখেছেন পারটেক্সের খেলোয়াড়েরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও দিয়ে দেওয়া হবে। তারা ভয় পাচ্ছে দল ভালো না করায় হয়তো টাকা পাবে না।’