একে একে বিদায় বলে দিয়েছেন সিনিয়ররা। বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধি এখন প্রায় নতুন এক প্রজন্ম। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের বিদায়ের পর ব্যাটনটা এখন তাঁদের হাতে। নতুন এ প্রজন্ম কতটা সামলাতে পারবে, এ নিয়ে সংশয়ও আছে।
প্রায় দেড় দশক বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরবর্তী প্রজন্ম কি তাঁদের পথ ধরে আরও এগিয়ে নিতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে? এ প্রশ্ন এখন আসছে বারবার।