বিশ্বকাপজয়ী পাকিস্তানের নাজেহাল অবস্থা। নিউজিল্যান্ড সফরে গিয়ে নাস্তানাবুদ নতুন অধিনায়ক আগা সালমানের নেতৃত্বাধীন দলটি। ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচের টি-টোয়েনিট সিরিজের প্রথম খেলায় ১৮.৩ ওভারে ৯১ রানেই অলআউট।

সহজ টার্গেট তাড়ায় ৫৯ বল হাতে রেখেই  ৯ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। 

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে উইকেট ও অব্যবহৃত বলের হিসাবে পাকিস্তান সবচেয়ে বড় ব্যবধানে হারার রেকর্ড গড়ে। পাকিস্তান অবশ্য এর আগেও একবার ২০ ওভারের ক্রিকেটে ৯ উইকেটে হেরেছে। সেটি ২০১৮ সালের ঘটনা। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

তবে বলের হিসাবে গতকাল সবচেয়ে বড় ব্যবধানে হারল পাকিস্তান। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের। তারা ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল। 

পাকিস্তানের এই বাজে রেকর্ডে লজ্জার এক রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলের মধ্যে অব্যবহৃত বলের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড এতদিন ছিল বাংলাদেশের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে বাংলাদেশকে ৭৩ রানে অলআউট করে স্কোরটা ৮২ বল হাতে রেখে পেরোয় অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অব্যবহৃত বলের হিসাবে সবচেয়ে বড় জয়টা স্পেনের। ২০২৩ সালে আইল অব ম্যানকে ১০ রানে অলআউট করার পর ১১ রানের লক্ষ্যটা ২ বলেই ছুঁয়ে ফেলে স্প্যানিশরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় ১ ওভারের মধ্যে জয়ের ঘটনা আছে আরও দুটি। দুটিই গত বছরের সেপ্টেম্বরের ঘটনা। প্রথমটিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ১১ রানের লক্ষ্য সিঙ্গাপুর পেরিয়ে যায় ৫ বলে। দ্বিতীয়টিতে মালির দেওয়া ১৯ রানের লক্ষ্যও ৫ বলে পেরোয় তানজানিয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews