ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ তিন ম্যাচেই হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হোম অ্যাডভান্টেজ কোনোভাবেই কাজে লাগাতে পারছে না তারা। অবশেষে ঘরের মাঠে জয়খরা কাটালো বিরাট কোহলির দল।

মূলতঃ বিরাট কোহলির ব্যাটেই জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ১১ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কলের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানে থেমে যায় রাজস্থান।

ঘরের মাঠে আজ টস হারলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। তিনি এ নিয়ে ঘরের মাঠে চার ম্যাচে টস হারলেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে বেঙ্গালুরু। ২৩ বলে ২৬ রান করে আউট হন ফিল সল্ট। ৪২ বলে ৭০ রান করে আউট হন কোহলি। পাড়িক্কল করেন অপরাজিত ৫০ রান। টিম ডেভিড করেন ২৩ রান।

জবাব দিতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। সর্বোচ্চ ৪৯ রন করেন জসস্বি জয়সওয়াল। ৪৭ রান করেন দ্রুব জুরেল। ২৮ রান নিতিশ রানা ও ২২ রান করেন রায়ান পরাগ।

এ জয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। ৯ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও শীর্ষে আছে গুজরাট টাইগান্স ও দিল্লি ক্যাপিটালস।

আাইএইচএস/ইএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews