ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশের দুর্দান্ত সূচনায় সবচেয়ে বড় অবদান নিহাত জামান উচ্ছ্বাসের। এই তরুণ ফরোয়ার্ডের ৪ গোলে মালদ্বীপকে ৯-০ ব্যবধানে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজ দল। নেপালের আনফা কমপ্লেক্সে দলের জয়ে অবদান রেখে উচ্ছ্বাস দারুণ খুশি।
ম্যাচ শেষে নামের সঙ্গে মিল রেখে ‘উচ্ছ্বাস’ তার কণ্ঠে, ‘এক ম্যাচে ৪ গোল করার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু বলবো, আমি খুব খুশি। আন্তর্জাতিক ম্যাচে হাটট্রিক করা অনেক কঠিন। নেপালের বিপক্ষে পরের ম্যাচেও হ্যাটট্রিকের চেষ্টা করবো।’
এত বিশাল জয় পেয়ে বাংলাদেশের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ কিছুটা বিস্মিত, ‘আমরা ভেবেছিলাম মালদ্বীপ আমাদের ওপর চড়াও হয়ে খেলবে। কিন্তু আমরাই ওদের ওপর আধিপত্য বিস্তার করেছি। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে বলেই এত বড় জয় এসেছে। নেপালের বিপক্ষে আরও ভালো খেলতে চাই।’
অধিনায়ক মেহেদী হাসানও সোমবারের ম্যাচের দিকে তাকিয়ে, ‘বড় ব্যবধানে জিতলেও এই জয় নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। সামনে নেপালের সঙ্গে লড়াই। নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই।’