অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার নিজেকে নিয়ে গেলেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উচ্চতায়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে তিনি অতিক্রম করলেন ১৩ হাজার টি-টোয়েন্টি রানের মাইলফলক। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এই এই কৃতিত্ব অর্জন করলেন।

এই অভিজাত ক্লাবে ওয়ার্নার যুক্ত হলেন বিরাট কোহলি, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক এবং অ্যালেক্স হেলসের সঙ্গে। মাত্র ৪০৩ ইনিংসে তিনি এই রান সংগ্রহ করে হয়েছেন তৃতীয় দ্রুততম খেলোয়াড়। এই তালিকায় তার আগে রয়েছেন গেইল (৩৮১ ইনিংস) ও কোহলি (৩৮৬ ইনিংস)।

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন ওয়ার্নার। পেশোয়ারের বিপক্ষে ম্যাচে তিনি ৪৭ বলে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা করাচি কিংসকে জয়ের পথে নিয়ে যায়। ৮টি চারের মারে ইনিংসটি সাজানো ছিল। 

ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ার বরাবরই ছিল সমৃদ্ধ। তিনি বিশ্বজুড়ে ১৪টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন এবং বিশেষভাবে সফল ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। যেখানে তার নামের পাশে রয়েছে ৪৯.৫৬ গড়ে ৪ হাজারের অধিক রান ও ১৪২.৬ স্ট্রাইক রেট। ২০১৬ সালে তার নেতৃত্বেই আইপিএলের একমাত্র শিরোপা জিতেছিল হায়দরাবাদ।

তবে চলতি বছরের আইপিএল মেগা নিলামে ওয়ার্নার অবিক্রিত থেকে যান। এই ধাক্কা কাটিয়ে এখন তিনি পিএসএলে নিজের ফর্ম ফিরে পেয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন করাচি কিংসকে। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে করাচি।

প্রথম চার ম্যাচে মাত্র ৪৬ রান করার পর এই ইনিংস প্রমাণ করে, ওয়ার্নার এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে বড় মঞ্চের খেলোয়াড়।  

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews