আছিয়া ধর্ষণসহ দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জয়পুরহাট জেলা মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের পাঁচুরমোড়ে জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহসাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত  বিচার নিশ্চিত না হলে এর দ্বায়ভার সরকারকেও নিতে হবে।

এ সময়  জেলা-উপজেলা ও পৌর মহিলা দলেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews