কিন্তু দাবিটা যে এক অস্ট্রেলিয়ানই করেছেন। এমন একজন, যাঁর নামটাও সমকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় কোহলির সঙ্গেই উচ্চারিত হয়। কোহলি যদি ভারতের সর্বকালের সেরাদের একজন হন, তাহলে তিনিও অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন। কোহলিকে অস্ট্রেলিয়ান দাবি করা সেই ভদ্রলোকের নাম স্টিভেন স্মিথ!
স্মিথ আসলে কী বলেছেন, সেটা জানার আগে জেনে নেওয়া যাক স্মিথ কোন উপলক্ষে কথাটা বলেছেন। আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে ৫ টেস্টের এই সিরিজটা সাম্প্রতিক কালে অ্যাশেজের মতো অভিজাত ও রোমাঞ্চকর এক লড়াই হয়ে উঠেছে। উন্মাদনা ও উত্তেজনায় কিছু দিক থেকে হয়তো অ্যাশেজের চেয়েও বেশি এখন এই সিরিজের আবেদন। তো সেই সিরিজ নিয়ে স্বাভাবিকভাবেই দুই পক্ষ থেকেই নানা রকম কথাবার্তা, আলোচনা, তর্কবিতর্ক হচ্ছে।