শুক্রবার দোল। ১৪ মার্চ আবার আমির খানের ৬০তম জন্মদিন। তার আগে বৃহস্পতিবার দুপুরে বান্দ্রার একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের উপস্থিতিতে প্রাক্‌-জন্মদিন পালন করলেন আমির। কাটলেন কেকও।



বৃহস্পতিবার আমিরের জন্য অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অবশেষে আমির সেখানে উপস্থিত হন। অভিনেতার সামনের টেবিলে তখন বেশ কয়েকটি কেক রাখা। এক এক করে প্রতিটি কেকে ছুরি ছুঁইয়ে দেন অভিনেতা। আমিরের পরনে ছিল কালো টি শার্ট এবং ডেনিম প্যান্ট, চোখে চশমা।

বুধবার রাত্রে আমিরের সঙ্গে দেখা করতে অভিনেতার বাড়িতে হাজির হন শাহরুখ খান ও সলমন খান। ভাইরাল ছবি এবং ভিডিয়োয় দেখা যায়, আমির শাহরুখ এবং সলমনকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। কিন্তু তখন তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বৃহস্পতিবার আমিরকে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিন বন্ধু কী কথা বললেন? উত্তরে আমির হেসে বলেন, ‘‘আমরা আসলে জন্মদিন নিয়ে কোনও কথা বলিনি।’’ অভিনেতা তার পর মজা করে বলেন, ‘‘নানা বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা আসলে সংবাদমাধ্যম প্রসঙ্গেই কথা বলছিলাম।’’ সে কথা সত্যি হতেও পারে। কারণ, জানা গিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় আমির নাকি শাহরুখকে মুখ ঢেকে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আমির এই মুহূর্তে তাঁর অভিনীত নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি চলতি বছেরেই মুক্তি পাওয়ার কথা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews