সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান।
পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে ৪০ দিন পর ফিজ মাঠে ফিরছেন। খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে এই বাঁ-হাতি পেসারের।
আগামীকাল (রবিবার) দুপুর সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে এনসিএল টি-টোয়েন্টির প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা। ফিজের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে।
প্রসঙ্গত, ১১ নভেম্বর সর্বশেষ ২২ গজে দেখা গিয়েছিল মুস্তাফিজকে। আফগান সিরিজের ৩ ওয়ানডেতে তিনি ৮টি উইকেট শিকার করেন। মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ। প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।
বিডি প্রতিদিন/আশিক