বর্তমান প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও এই প্রথম নাটকে চিত্রনাট্য করছেন তিনি। আনিসুর রহমান রাজীব এর নির্মাণে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকের মাধ্যমে চিত্রনাট্যের যাত্রা শুরু করলেন শফিক রিয়ান।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিখা, মারিয়া তাবাসসুম, অপর্ণা অর্না, সহ প্রমুখ। নাটকটির ভিডিও নির্মাণ করছেন ইমাদ ইমরান। প্রধান সহকারী পরিচালায় ছিলেন আফরান আহমেদ শান্ত। মিরপুর ও উত্তরার বেশ কিছু লোকেশনে ধারণ করা হয়েছে নাটকের দৃশ্য। 

গল্প প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজীব জানান, শফিক রিয়ানের প্রথম গল্পে নাটক নির্মাণ করছি। এটা একরকম আনন্দের। নাটকের স্ক্রিপ্ট লিখেন না তিনি। অনেকটা জোরাজোরি করেই স্ক্রিপ্ট নিয়েছি। গল্পটা আমার বেশ দারুণ লেগেছে, আশাবাদী দর্শকদেরও ভালো লাগবে।

প্রথম চিত্রনাট্যের মাধ্যমে নাটকের জগতে পা রেখেছেন শফিক রিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাফেতে ভালোবাসা’ আমার প্রথম চিত্রনাট্য। সব প্রথমেই কিছু উন্মাদনা কাজ করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যেহেতু প্রথম কাজ, চেষ্টা করেছি এমন কিছু করবার, যেন দর্শক সেটা দীর্ঘদিন মনে রাখেন। 

নাটকটির প্রসঙ্গে অভিনেতা পার্থ শেখ বলেন, শফিক রিয়ানের সাথে এটা আমার প্রথম কাজ। উনিও নাটকের জন্য প্রথম গল্প লিখেছেন। নাটকটার গল্প, প্লট আমার কাছে দারুণ লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews