লিওনেল মেসির কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, ‘ফুটবলে এ প্রজন্মের সেরা কে?’ রাগঢাক না রেখেই আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, লামিনে ইয়ামালের নাম। স্প্যানিশ এই সেনশেসনকে ইতোমধ্যে মেসির সঙ্গে তুলনা করা হয়। বিয়ষটি ভালো লাগে ইয়ামালের। তবে এমনটি মানতে রাজি নন।

বার্সেলোনার তরুণ তুর্কি মনে করেন, মেসি সর্বকালের সেরা। তার সঙ্গে বা কারও সঙ্গে তুলনা করার ইচ্ছে আপাতত ইয়ামালের নেই। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে লড়ার আগে বার্সা তারকা শুনিয়েছেন নিজের লক্ষ্যের কথা।

ইয়ামাল বলেছেন, ‘আমি তার সঙ্গে নিজেকে তুলনা করছি না। কারণ আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করি না। আর মেসির সঙ্গে তো প্রশ্নই আসে না। প্রত্যেকেই প্রতিদিনই নিজেদের উন্নতির চিন্তা করি। আগামী দিন কিভাবে আরো ভাল খেলা যায়, সেই চিন্তা করি। সে কারণে আমার মনে হয় মেসি বা অন্য কারো সঙ্গে তুলনার কোন অর্থ নেই। আমি নিজের মধ্যে থেকে শুধুমাত্র ফুটবলকে উপভোগ করতে চাই।’

Lionel Messi sees shades of his younger self in Lamine Yamal 🥹🤝 pic.twitter.com/a1MWRCPJyD

— ESPN FC (@ESPNFC) December 13, 2024
ইয়ামাল আরো বলেছেন আর্জেন্টাইন সুপারস্টারকে তিনি সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই চিন্তা করেন, ‘আমি অবশ্যই তার প্রশংসা করি, তার খেলা ভালবাসি। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে তাকে পছন্দ না করে উপায় নেই। কিন্তু তার সাথে নিজেকে তুলনা করিনা।’ 

ইয়ামাল আরো বলেছেন আর্জেন্টাইন সুপারস্টারকে তিনি সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই চিন্তা করেন, ‘আমি অবশ্যই তার প্রশংসা করি, তার খেলা ভালবাসি। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে তাকে পছন্দ না করে উপায় নেই। কিন্তু তার সাথে নিজেকে তুলনা করিনা।’

আগামীকাল অলিম্পিক স্টেডিয়ামে মিলানের বিপক্ষে ইয়ামাল যদি খেলতে নামেন তবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় এটি হবে তার শততম ম্যাচ। এমন ম্যাচটি রাঙিয়ে দিতে চান ইয়ামাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews