ফিলিস্তিনি সংগঠন হামাস ঘোষণা করেছে, তারা এক ইসরায়েলি-আমেরিকান বন্দিকে মুক্তি দিতে এবং আরও চারজন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরত দিতে প্রস্তুত। হামাস ও ইসরায়েল পরোক্ষভাবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার এই প্রস্তাব আসলো।

এর আগে, গত ১ মার্চ গাজা উপত্যকায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। তবে পরবর্তী ধাপে কী হবে, তা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মঙ্গলবার হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় ইসরায়েলও তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, গতকাল আমাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনার নতুন প্রস্তাব গ্রহণ করেছে। সংগঠনটি আরও জানায়, তারা ইসরায়েলি সেনা ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে। তিনি আমেরিকারও নাগরিক। পাশাপাশি চারজন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরতের বিষয়ে সম্মতি জানিয়েছে।

এর আগে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময় হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেয়, যার মধ্যে আটজন নিহত ছিলেন। বিনিময়ে ইসরায়েল প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

 হামাসের নতুন প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে সবার দৃষ্টি আলোচনার দিকে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews