তিন বছর আগে রাজধানীর কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের রউসন-উল ফেরদৌস ও শাহিন ইসলাম, বাংলা বিভাগের শ্রাবণ ইসলাম রাহাত, ব্যাবস্থাপনা বিভাগের ফাহাদ হোসেন, মনোবিজ্ঞান বিভাগের আব্দুর রহমান অলি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, মেহেদী হাসান ও ওবায়দুল, ইতিহাস বিভাগের ইসরাফিল, লোকপ্রশাসন বিভাগের মেহেদী হাসান ও সংগীত বিভাগের আল মামুন রিপন রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে হওয়া মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে ২০২২ সালের ২৪ মার্চ ছাত্রশিবির সন্দেহে ১১ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোরআনের তাফসির গ্রন্থ তাফহিমুল কোরআন উদ্ধার করা হয়। পরে রাজধানীর কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়। তদন্ত শেষে ২০২৪ সালের ২১ অক্টোবর অভিযোগের সত্যতা না পেয়ে এ মামলায় ৭৫ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews