মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে। 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইওএস-১৯, আইপ্যাড-১৯ ও ম্যাকওএস-১৬-এ নতুন ইন্টারফেস চালু করা হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে। এটি গত ১২ বছরে (আইওএস ৭-এ) এবং ৫ বছরে (ম্যাকওএস ১১-এ) সর্ববৃহৎ পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে। এ নতুন অপারেটিং সিস্টেমের ডিজাইন পরিবর্তনের মূল লক্ষ্য হলো সফটওয়্যারের অভিজ্ঞতায় আরও সংগতি আনা। নতুন আপডেটের ফলে আইকন, মেন্যু, অ্যাপস, উইন্ডো ও সিস্টেম বাটনের স্টাইলের ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে, নতুন ডিজাইন অ্যাপলের ভিশনওএস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে। 

প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’ জানিয়েছে, আইফোনের হোম স্ক্রিনে ঐতিহ্যবাহী চারকোনা আইকনের পরিবর্তে গোলাকার আইকন দেখা যেতে পারে। এ ছাড়া, অ্যাপল তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলোর সম্প্রসারণেও কাজ করছে। আইওএস-১৮-এ চালু করা হয়েছিল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’, যা অডিও, ছবি ও টেক্সটের সঙ্গে কাজ করতে পারে। 

তবে বেশিরভাগ ফিচার পর্যায়ক্রমে চালু করা হয়েছে। নতুন সংস্করণে আরও উন্নত সিরি চালু হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর হয়ে উঠবে। অ্যাপলের এ ডিজাইন পরিবর্তন প্রযুক্তি প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হতে যাচ্ছে।

নতুন ইন্টারফেস এবং এআই সুবিধাযুক্ত করার ফলে ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার আগ্রহও বাড়তে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews