ঢাকা: সাত কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন।



রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।







তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়। তারা নিজেরা আলোচনা করে কয়েকটি নাম প্রস্তাব করেছিল। আজ সেই টিম লিডারদের সঙ্গে ইউজিসি আলোচনা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করেছে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। সেই রূপরেখা শিক্ষা মন্ত্রণালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

উপ-প্রেস সচিব বলেন, রূপরেখায় এই বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সময়ে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। সেটি হবেন সাত কলেজের অধ্যক্ষদের একজন।

ব্রিফিংয়ে জানানো হয়,  ইউজিসি এরইমধ্যে সব অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে। যে কলেজের অধ্যক্ষ মনোনীত হবেন, সেই কলেজ হবে অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির হেডকোয়ার্টার্স। এছাড়াও সাতটি কলেজ কো-অর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে, সেই ডেস্কের কো-অর্ডিনেশনের দায়িত্বে থাকবেন সেই অধ্যক্ষ।

প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫

এমইউএম/আরএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews