আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জনের টিকাদান পর্যবেক্ষণ করবেন।  পরবর্তীতে আরো কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা সদস্য ও সাংবাদিকরা টিকা পাবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যাপে রেজিস্ট্রেশনের পাশাপাশি কেন্দ্রে গিয়েও সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা নেওয়া যাবে।

আগামীকাল বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টিকাদান কর্মসূচি। এদিন প্রধানমন্ত্রীর অনলাইন টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রি. জে জামিল আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল তিনটায় এই প্রস্তুিতর মহড়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টা প্রস্ততি কাজ পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

সারাদেশে ব্যাপকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে কাজটি সুচারুভাবে করতে আজ  ‘ড্রাই রান’ বা মহড়া অনুষ্ঠিত হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

ব্রিগেডিয়ার জেনারেল জামিল আরও বলেন, আগামীকাল বুধবার ভ্যাকসিন প্রয়োগ কাজের উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছি। বুধবার অনলাইনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগের কাজের উদ্বোধন করবেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ে সংশ্লিষ্টরা থাকবেন।

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে ঔষুধ প্রশাসন অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুহর রহমান এ তথ্য জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews