মা-বাবার সঙ্গে সবার খুনসুটি, অভিমান হয়েই থাকে। কখনো খানিকটা কঠোর হয়েই তাঁরা শাসন করেন। তখন মুখ ভার করে বসে থাকে সন্তান। ভেবে দেখুন তো, এ রকম সময় আনমনে ঠিক কতবার বলেছেন, ‘আমি তাঁদের মতো হব না। অনেক ভালো প্যারেন্টিং করব।’ মজার ব্যাপার হলো আপনার সন্তানও আপনাকে নিয়ে এমনটাই ভাববে এবং এর সম্ভাবনাই বেশি।
প্রতিটি প্রজন্মের মা–বাবাই আগের প্রজন্ম থেকে ভালো মা–বাবা হয়ে উঠতে চায়। ভুল শুধরে হাঁটতে চায় আদর্শ প্যারেন্টিংয়ের রাস্তায়। তবে অধিকাংশই সেই অদৃশ্য ‘পরিপূর্ণতা’ খুঁজতে গিয়ে হিমশিম খায়। কীভাবে তাদের প্যারেন্টিং নিজের প্রজন্মের কাছে মৌলিক ও আলাদা হবে, সেটা নিয়েই যত চিন্তা।