বার কাউন্সিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এতে আরও জানানো হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টের এমসিকিউ পরীক্ষা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। একঘণ্টাব্যাপী এই পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews