মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র জমা দিয়েছি; ট্রেনিং কিন্তু জমা দেইনি। আমাদের চেতনা জমা দেই নাই। কারো কাছে আমাদের চেতনা বন্ধক দেই নাই। 

তিনি বলেন, ’৭১ সালে যাদের পরাজিত করেছিলাম। ওই সময় তাদের বিষদাঁত ভেঙে দিতে পারি নাই। এবার তাদের পরাজিত করলেই হবে না। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জীবনদশায় এই দেশ অকার্যকর করে দেবে, তা হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি। 

নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শুক্রবার দুপুরে নরসিংদীর পাঁচদোনায় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশেকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে। তারা যেন তাদের প্রভুদের দেখাতে পারে। তারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। তারা বাংলাদেশে অস্তিত্বের ওপর হামলা করেছেন। এ আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল না, ছিল বাংলাদেশের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধাদের আদালত ৫% কোটা দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাই। দুস্কৃতকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থাপনা তৈরি করেছেন সেসব স্থাপনায় হামলা করেছেন। তাদের আইনের আওতায় আনা হবে। 

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম, মেজর জেনারেল হেলাল মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews