আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না।আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসিকতা ও পাশবিকতার কারণেই শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। অবিলম্বে শিশু আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শুক্রবার গণইফতার অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন এ দাবি জানান।এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ১৩তম দিনে প্রধান অতিথি ছিলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।

কর্নেল হেলাল আরও বলেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্র-জনতার নেতৃত্বে। গত জুলাই গণ-অভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কোচিত ভূমিকা পালন করেছেন, ওই কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন। আপনারাই (রিকশাচালক) এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন।এবি পার্টি আপনাদেরকে নিয়েই একটি বৈষম্যবিহীন রাষ্ট্র গঠন করতে চায়।

সভাপতির বক্তব্যে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন বলেন, বিগত ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে।গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দি রেখেছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করা হয়েছিল। এতকিছু স্বত্ত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারে নাই।

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতানসহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews