লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর চর লরেঞ্জ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না ও কম্বল মোড়ানো অবস্থায় মৃত নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গি মোড়ানো অবস্থায় নবজাতকটিকে একটি কুকুর টেনে হেঁচড়ে বের করে আনে। মানুষের বাচ্চার মাথা দেখে স্থানীয়রা কুকুরটিকে তাড়িয়ে দেয়। কিন্তু তার আগেই নবজাতকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।