ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে যা বললেন আনচেলত্তি 

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে। বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে জিতলে কিংবা ‘অলৌকিক’ ঘটনায় লা লিগা জিতলেও আগামী মৌসুমে ফ্লোরেন্তিনো পেরেজ তাকে লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে রাখবেন না।

ডন কার্লোর অবশ্য এখনো চাকরির আকাল পড়েনি। রিয়াল মাদ্রিদ থেকে চাকরি হারানোর আগেই তার দুয়ারে বেশ কিছু প্রস্তাব এসে হাজির। এই যেমন- এসি মিলান তাকে পুরনো গৌরব ফেরাতে নতুন করে দায়িত্ব দিতে চায়। রোমাও ইতালিয়ান বসকে ক্লাবের ডাগ আউটে আনার চেষ্টা করছে।

তবে সাবেক বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, এসি মিলান ও এভারটনের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে সবার চেয়ে বেশি চেষ্টা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদ মাধ্যম মারফত জানা গেছে, এখন পর্যন্ত ব্রাজিলের প্রজেক্টেই বেশি আগ্রহ অভিজ্ঞ এই কোচের।

গেটাফের বিপক্ষে লা লিগায় রিয়ালের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওই প্রশ্নের সম্মুখীন হন ডন কার্লো। জবাবে জানিয়েছেন, রিয়ালে তার হানিমুন পিরিডন এখনো শেষ হয়নি। থাকতে চান লম্বা সময়। তবে সামনে অনেক কিছুই ঘটে যেতে পারে, ‘ফুটবলে যেকোন কিছু সম্ভব, যা কিছু ঘটে যেতে পারে।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চাকরি আছে কার্লো আনচেলত্তির। তবে মে’র শেষে লা লিগা শেষে হতেই তাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ বোর্ড। জুনের ক্লাব বিশ্বকাপের আগে নতুন কাউকে দেখা যেতে পারে লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে। লিগ শেষেই ডন কার্লোকে রিয়াল ছাঁটাই করলে তার ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানোর ভালো সম্ভাবনা আছে। কারণ সিবিএফ মে’র মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews