ফরিদপুরের বোয়ালমারীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ উদযাপন করছেন ১০ গ্রামের অনেক মানুষ। শুক্রবার সকাল সাড়ে ৮টা, ৯টা ও ১০টায় পর্যায়ক্রমে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের একদিন আগে দুটি ঈদ উৎসব ও রোজা পালন করে থাকেন। একদিন আগে যারা দুটি ঈদ উৎসব ও রোজা পালন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদান।
স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল ৯টা ও মাইটকুমরা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও লস্করবাড়ি জামে মসজিদে ৯টা এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় নামাজ আদায় করেছেন তারা।
সহস্রাইল এর বাসিন্দা মো. মাহিদুল হক জানান, চট্টগ্রামের মির্জাখিল শরিফ ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক লোকজন একদিন আগে বড় দুটি ঈদ ও রোজা পালন করে থাকেন।