২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে ২০৩২ এর ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট থাকবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। তবে সেই আসরেও ক্রিকেট নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। এ নিয়ে বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান।

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মূল অলিম্পিম লস অ্যাঞ্জেলসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামি বা নিউ ইয়র্ক শহরে।

লস অ্যাঞ্জেলসের পর অলিম্পিক বসবে ব্রিসবেনে। সেই আসরে ক্রিকেট থাকার ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ। এই আলোচনার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আইসিসি চেয়ারম্যান।

আগামী শনিবার থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। সেই ম্যাচ মাঠে বসে দেখার কথা রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সেক্রেটারির।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews